Posts

মোশন গ্রাফিক্স শিখে ইনকাম করার পদ্ধতি

Image
গ্রাফিক্স ডিজাইনের রূপকে অ্যানিমেশনের মাধ্যমে প্রকাশ করার প্রক্রিয়াই হলো মোশন গ্রাফিক্স। অনেকেই হয়তো ভেবে থাকেন যে অ্যানিমেশন এবং গ্রাফিক্স দিয়ে তৈরী মোশন একই জিনিস কিন্তু বাস্তবিক ভাবে দুটি আলাদা জিনিস মোশন ডিজাইন হচ্ছে অ্যানিমেশনের একটি স্টাইল বা রূপ যেটিকে সম্পূর্ণ অ্যানিমেশন বলা যায় না। আজ আমরা এই বিষয় সম্পর্কে বিস্তারিত জানবো।  মোশন গ্রাফিক্স কি? গ্রাফিক্স ডিজাইনের কোনো (শেইপ, ডিজাইন, অবজেক্ট , আর্টওয়ার্ক) এসব জিনিসকে নাড়াচাড়া করা বা জীবন্ত করে তোলাকেই মূলত মোশন গ্রাফিক্স বলা হয়। এই ধরণের গ্রাফিক্যাল জিনিস আমরা বিভিন্ন সিনেমা , সোশ্যাল মিডিয়া ভিডিও, বিজ্ঞাপনের ক্ষেত্রে ব্যবহার হতে দেখি। এই ডিজাইন দিয়ে তৈরী কন্টেন্টগুলো দর্শকদের আনন্দ দেয়ার জন্য অত্যন্ত  জনপ্রিয় একটি মাধ্যম যেটি দর্শকদের অনেকটা ২ডি অ্যানিমেশনের মতো একটি ফিলিংস দে যদিও ২ডি অ্যানিমেশন এবং গ্রাফিক্স দিয়ে মোশন তৈরী আলাদা দুটি জিনিস। ২ডি অ্যানিমেশন কার্টুন যেমন মানুষের মতো চলাফেরা করতে তাছাড়া ভয়েস ওভারের মাধ্যমে কথা বলানো যায় যেমন আমরা টম এন্ড জেরি যেটিকে সর্বকালের অন্যতম সেরা কার্টুন বলা হয় সেটি ছিল ২ডি অ্যানিমেশনের তৈ